শেয়ালের কামড়ে আহত ১০, রাত জেগে পাহারায় গ্রামবাসী!

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি গ্রামে পাগলা শেয়ালের কামড়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এছাড়াও গ্রামের পাঁচটি গবাদিপশু শেয়ালের হামলার শিকার হয়েছেন। শেয়াল আতঙ্কে গ্রামবাসী রাত জেগে পাহারা দিচ্ছেন।

গ্রামবাসী জানান, মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে হঠাৎ করে মেঘারকান্দি গ্রামে কয়েকটি পাগলা শেয়াল হানা দেয়। এসময় ঘরের বাহিরে থাকা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রত্না দাস (৩৫), কলেজ ছাত্র কৃষ্ণ দাস (২৪) কিশোর রাজু দাস(১৪) ও ব্যবসায়ী বরুণ দাসকে (৪০) শেয়াল কামড় দেয়। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় গ্রামের অলস দাস ও প্রসেন দাসের গরুকেও শেয়াল কামড় দেয়।

মেঘারকান্দি গ্রামের বাসিন্দা রাসেন্দ্র দাস জানান, পাগলা শেয়ালের কামড়ে মেঘারকান্দি গ্রামের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এতে গ্রামজুড়ে পাগলা শেয়ালের আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে গ্রামবাসী মিলে একটি শেয়ালকে মেরে ফেলেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধুসূদন ধর শেয়ালের কামড়ে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, শেয়ালের আক্রমণ ঠিকাতে ইউপি চেয়ারম্যানকে জানানো হয়েছে। একই সঙ্গে গ্রাম পুলিশের পাহারার ব্যবস্থা করার দাবি জানান তারা।

ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম রানা বলেন, শেয়ালের কামড়ে মেঘারকান্দি গ্রামে চারজন মানুষ আহত হয়েছে এবং ওই গ্রামের সাতটি গবাদিপশুকে শেয়ালে কামড়ে দিয়েছে। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওই গ্রামে রাতে পাহারার জন্য গ্রাম পুলিশের ব্যবস্থা করেছি।

Website | + posts

এই সম্পর্কিত আরো

সাম্প্রতিক