সম্প্রতি অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তনিমা রহমান নেহা নামে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
রাজধানীর মুগদায় একটি সাত তলা ভবনে পরিবার নিয়ে ছিল তনিমার বসবাস। গতকাল মঙ্গলবার ৬ ই এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে ওই ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে নেহা।
নেহার বাবা এম মিজানুর রহমান বলেন, ‘নেহা গত ২ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়। তারপর থেকে বিষন্ন ছিল সে। ঢাবি ও ডেন্টালে ভর্তির জন্যও চেষ্টা করছিল। কিন্তু ওর মনে কাজ করছিল, কেন সে মেডিকেলে ভর্তি হতে পারল না।
তিনি আরও জানান, মেডিকেলে ভর্তি হতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়ে নেহা। তারা দক্ষিণ মুগদায় সাত তলা বাসার তৃতীয় তলায় ভাড়া থাকে। সন্ধ্যায় সকলের অগোচরে সাততলার ছাদ থেকে লাফিয়ে পড়ে।
এ ঘটনায় গুরুতর আহত হয় সে। গুরতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য এক ভাই এক বোনের মধ্যে তনিমা ছিল ছোট। তার বড় ভাই সিফাত রহমান এ বছর কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে পড়াশোনা শেষ করেছেন বলেও জানা যায়।
এই ঘটনায় বাদী হয়ে তনিমার বাবা মুগদা থানায় একটি অপমৃত্যুর মামলা করেন বলে জানিয়েছেন মুগদা থানার উপ পরিদর্শক নগেন্দ্র কুমার দাস।