বুয়েটের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আগামী ১৫ এপ্রিল থেকে বুয়েটের স্নাতক ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া শুরু হবে।  সকাল ১০টা থেকে অনলাইনের মাধ্যমে এ আবেদন প্রক্রিয়া শুরু হবে। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৪ এপ্রিল বেলা ৩টা পর্যন্ত।

‘ক’ গ্রুপে (প্রকৌশল ও বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পন বিভাগ) আবেদন, প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি বাবদ ১ হাজার এবং ‘খ’ গ্রুপে (প্রকৌশল ও বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পন বিভাগ ও স্থাপত্য বিভাগে) ১ হাজার ২০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এরপর আগামী ৩১ মে ও ১ জুন চার শিফটে ১০০ নম্বরের ঘন্টাব্যাপী এমসিকিউ টাইপ প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ জুন মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১০ জুন বুয়েটের মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর আগামী ১ জুলাই নির্বাচিত ও অপেক্ষমান প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।

স্কুল ফাঁকি দিতে ভুয়া করোনা পজেটিভ ক্ষুদেবার্তা!

স্কুল ফাঁকি দিতে তিন শিক্ষার্থী ভুয়া করোনা পজেটিভ ক্ষুদেবার্তা তৈরি করেছিল৷ ফলে স্কুলের সব শিক্ষার্থীকে সঙ্গনিরোধে পাঠিয়ে দেয়া হয়৷ কিন্তু, পরে জানা গেল সেই বার্তা ছিল ভুয়া৷

ঘটনা সুইজারল্যান্ডের বাসেল শহরের৷ সেখানকার এক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থী নিজেদের করোনা পজেটিভ প্রমাণ করতে ভুয়া ক্ষুদেবার্তা তৈরি করে৷ এধরনের এসএমএস সাধারণত দেশটির কোভিড-১৯ কন্টাক্ট ট্রেসিং অ্যাপ থেকে পাঠানো হয়৷

সেই ক্ষুদেবার্তার কারণে শিক্ষার্থীদের ২৫ সহপাঠীকেও বাসায় পাঠিয়ে দেয়া হয় সঙ্গনিরোধে থাকতে৷ শুধু তাই নয়, শিক্ষকদের মধ্যে যারা তাদের পাঠদান করেছিলেন, তাদেরকেও বাড়ি পাঠিয়ে দেয়া হয় বিচ্ছিন্নভাবে নিরাপদে থাকতে৷

বিষয়টি ভুয়া প্রমাণিত হওয়ার পর বেজায় চটেছে বাসেল শিক্ষা কর্তৃপক্ষ৷ শিক্ষার্থীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে তারা৷ স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হলেও তাদের স্কুল থেকে বহিষ্কার করা হবে না৷ (রয়টার্স)

Website | + posts

এই সম্পর্কিত আরো

সাম্প্রতিক