‘নেশাগ্রস্থ’ ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা, ১০ মাসের কারাদণ্ড

দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরে নেশাগ্রস্থ সন্তানকে ম্যাজিস্ট্রেট এবং পুলিশের কাছে ধরিয়ে দিয়েছেন বাবা-মা। বীরগঞ্জ পৌর সভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা মাংস ব্যবসায়ী মো. আক্কাস আলী ও শরিফা বেগম দম্পতি তাদের ছেলে মো. আল আমিনকে (২৬) গাঁজা সেবনরত অবস্থায় ম্যাজিস্ট্রেট ও পুলিশের কাছে ধরিয়ে দেন।

এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আল-আমিনকে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) এ ঘটনা ঘটে।

জানা গেছে, আল আমিনের বাবা উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল গ্রাামের আক্কাস আলী গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ দিলে তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ডালিম সরকার পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।

এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ নেশাগ্রস্থ মো. আল আমিনকে ১০ মাস ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড দিয়ে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। গঞ্জ পৌরসভার মহিলা ওয়ার্ড কাউন্সিলর সাবিনা ইয়াসমিনসহ এলাকাবাসী এসময় উপস্থিত ছিলেন।

বাবা-মার অভিযোগ, তাদের ছেলে নেশা করে ঘরের সকল আসবাবপত্রসহ মুল্যবান জিনিসপত্র বিক্রিয় করে দিচ্ছে।

প্রতিবেশীরা জানান, আল আমিন বহুদিন ধরে নেশা করে আসছিল। নিজ পরিবারসহ প্রতিবেশীদেরও বিরক্ত করত। নেশার টাকা না পেলে বাবা-মায়ের ওপর চড়াও হয়ে মারধর করতো।

Website | + posts

এই সম্পর্কিত আরো

সাম্প্রতিক