প্রাইভেটকারের জানালা দিয়ে হঠাৎ করেই উড়ে চলে যায় আদরের পোষা পাখিটি। আর সেই পাখিটি উদ্ধার করতে ডাকা হয়েছে ফায়ার সার্ভিস সদস্যদের। আর ফায়ার সার্ভিস সদস্যরাও ঘণ্টাখানেক চেষ্টার পর পাখিটি উদ্ধার করতে সমর্থ হয়। হারিয়ে যাওয়া পাখিটি ফিরে পেয়ে আনন্দে কেঁদে ফেলেন মালিক।
মঙ্গলবার (৬ এপ্রিল) দিবাগত রাতে এমনই এক ঘটনা ঘটে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল এলাকায় মধুমতি সিএনজি স্টেশন এলাকায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে প্রাইভেটকারে চড়ে ঝিনাইদহ যাচ্ছিলেন এক ছাত্রলীগ নেতার স্ত্রী — আশিকি। তার সঙ্গে ছিল ‘কোকাকিল’ নামের ছোট্ট এক বিদেশি পাখি। পথে মধুমতি সিএনজি স্টেশনে গ্যাস নেয়ার জন্য গাড়িটি থামানো হয়। এসময় জানালা দিয়ে পাখিটি উড়ে পাশের একটি গাছের মগডালে বসে।
পোষা পাখিটি উড়ে যাওয়ায় গৃহবধূ আশিকি কান্নায় ভেঙে পড়েন। প্রথমে স্থানীয়রা পাখিটি উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু তাতে ব্যর্থ হয়ে সহযোগিতা চাওয়া হয় ফায়ার সার্ভিসের। পরে ঘিওর উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পাখিটি উদ্ধার করে।
ঘিওর ফায়ার সার্ভিসের টিম লিডার ফজলুর রহমান জানান, স্থানীয় ছাত্রলীগ নেতাদের বিশেষ অনুরোধে পোষা বিদেশি পাখিটি উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত শিবালয় উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল আওয়াল বলেন, ‘বিদেশি পাখিটি কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেতার আত্মীয়ের। মূলত তার অনুরোধেই ফায়ার সার্ভিস সদস্যরা পাখিটি উদ্ধার করে দিয়েছেন।’